Sylhet Today 24 PRINT

সড়কে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক |  ১৯ মার্চ, ২০২৪

সড়ক দুর্ঘটনায় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী পাত্র সম্প্রদায়ের ৬ জন নিহতের প্রতিবাদ ও সড়কে নিরাপত্তার দাবিতে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

মঙ্গলবার সকাল দশটা থেকে এই মহাসড়কের জৈন্তাগেট এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। এতে দুপাশে কয়েক কিলোমিটার যানজট লেগে যায়। আটকে পড়েছে শতশত যানবাহন।

বিক্ষোভকারীরা সিলেট-তামাবিল মহাসড়কে বেপরোয়া পিক আপ চলাচল নিয়ন্ত্রণ ও সড়ক দুর্ঘটনায় জড়িত দায়ী চালকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এরআগে, গতকাল দুপুরে পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের পাত্র সম্প্রদায়ের একটি বিবাহোত্তর অনুষ্ঠানে যাওয়ার সময় তাদের বহনকারী লেগুনাকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি গরুবাহী পিকআপ ভ্যান। এ ঘটনায় নিহত হন ৬ জন। আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন আরও ৩ জন।

নিহতদের সবাই নারী ও কন্যা শিশু, তাদের মধ্যে তিনজন একই পরিবারের।

রাতে ঠাকুরের মাটি গ্রামে তাদের সৎকার সম্পন্ন হয়েছে। যদিও, ঘাতক পিকআপ ভ্যানের চালক এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি।

স্বজনদের অভিযোগ, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের বাড়িতে সহানুভূতি জানাতে গেলেও জেলা ও উপজেলা প্রশাসনের কেউ এখনো তাদের কাছে কোনো সহায়তা করতে যাননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.