Sylhet Today 24 PRINT

১৭টি প্রতিষ্ঠানকে ৭৪ হাজার টাকা জ রি মা না

সিলেট টুডে ডেস্ক |  ১৯ মার্চ, ২০২৪

পবিত্র রমজান মাস উপলক্ষে সোমবার (১৮ মার্চ) সিলেটের বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় সিলেট বিভাগে ১৭টি প্রতিষ্ঠানকে ৭৪ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৮ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে ৫৭টি টিম তদারকির মাধ্যমে ১৩৭ প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করে। এসব প্রতিষ্ঠান সরকারের বেঁধে দেওয়া দাম মানছিল না।

এর মধ্যে ঢাকা বিভাগে ৩০টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৯২ হাজার টাকা, চট্টগ্রাম বিভাগে ১১টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৯৬ হাজার টাকা, রাজশাহী বিভাগে ১৫টি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার ৫০০টাকা, রংপুর বিভাগে ১৭টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮৯ হাজার টাকা, খুলনা বিভাগে ১৯টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা, বরিশাল বিভাগে ১৬টি প্রতিষ্ঠানকে ৫৩ হাজার ৫০০ টাকা, সিলেট বিভাগে ১৭টি প্রতিষ্ঠানকে ৭৪ হাজার টাকা, ময়মনসিংহ বিভাগে ১১টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার ৫০০ টাকা এবং ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয় একটি প্রতিষ্ঠানকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার রক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.