Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি  |  ২৬ মার্চ, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষক মারা গেছেন।  আব্দুল ওয়াদুদ (৪৫) নামের ওই শিক্ষক উপজেলার চিলাউড়া দারুচ্ছুন্নাহ হাফিজিয়া আলিম মাদ্রাসার ইবতেদায়ি বিভাগের প্রধান। সোমবার (২৫ মার্চ)  বিকেলে সিলেট থেকে অটোরিকশা যোগে বাড়ি ফেরার পথে সড়কের  কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ওই শিক্ষক পারিবারিক কাজ শেষ করে সিলেট থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে অটোরিকশা একটি গাড়ি কে সাইট দিতে গিয়ে সড়কের পাশে থাকা রেন্ট্রিগাছে আঘাত লাগে এতে ওই শিক্ষক মাথায় আঘাত পান। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সোমবার সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন।

মাদ্রাসার অধ্যক্ষ তাজুল ইসলাম জানান, উপজেলার বাউধরন গ্রামের বাসিন্দা ওই শিক্ষক গত ২৫ বছর ধরে মাদ্রাসায় শিক্ষকতা করে আসছেন। তিনি স্ত্রী এক মেয়ে, চার ছেলে রেখে গেছেন।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.