Sylhet Today 24 PRINT

মাধবপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ১৬

মাধবপুর প্রতিনিধি |  ৩০ মার্চ, ২০২৪

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে মামুন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৬ জন আহত হয়েছেন।

গত রাত আড়াইটার দিকে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের চকদারবাড়ি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট থেকে ঢাকাগামী মামুন পরিবহনের একটি বাস চকদারবাড়ি ব্রিজের নিকট নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে বাসের ১৬ জন যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন ও পুলিশ এসে আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

আহত ১৬ জনের মধ্যে ১২ জনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

আহতরা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার উয়াজিউল্লার পুত্র আনিসুর (২৫), আব্দুল মতিন এর পুত্র আফজাল (৩০), রুকিনি দাস এর পুত্র রমন দাস (৪০), আজমান উল্লাহ'র পুত্র শাহীন মিয়া (২৪), আব্দুল কাইয়ুম এর পুত্র মোজাব্বির (২১), একই জেলার দুর্গাপুরের আব্দুল সাত্তার এর পুত্র তাজুল ইসলাম (৪৫), তাজুল ইসলাম এর পুত্র মাহাফুজ (১১), আজিম উদ্দিন এর স্ত্রী মিনারা বেগম (৩১), এরশাদ আলী'র স্ত্রী দিবারন বেগম (২৭), ইসমাইল মিয়ার স্ত্রী মিলন বেগম (২০) তাজুল ইসলাম এর স্ত্রী খোরসেদা বেগম (৪০), জৈন উদ্দিন এর পুত্র শরীফ মিয়া (৩০), হবিগঞ্জের মাধবপুর উপজেলার শফিকুল ইসলাম এর কন্যা রিমা বেগম (১৬), কুড়িগ্রাম এর মফিজ মিয়ার পুত্র হায়দার মিয়া (৪৫), নোয়াখালীর মকসুদুর রহমান এর পুত্র আব্দুস সালাম (৪১) ও ভোলা'র সুলতান খান এর পুত্র নিরব খান(৪৩)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি ওসি মো. বদরুল কবির সত্যতা নিশ্চিত করে জানান, বাসটি এখন আমাদের হেফাজতে আছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.