Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ঐতিহ্যবাহী মণিপুরি হোলি উৎসব উদযাপন

কমলগঞ্জ প্রতিনিধি |  ৩০ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজার মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে ঐতিহ্যবাহী মণিপুরি হোলি উৎসব উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে গত শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় একাডেমি অডিটোরিয়ামে প্রতিষ্ঠানের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রাপ্ত গবেষক ড. রণজিৎ সিংহ।

আলোচনায় অংশ নেন মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিনহা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা সাখাওয়াত হোসেন, মণিপুরি মহারাস লীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ, মণিপুরি যুব কল্যাণ সমিতির সভাপতি প্রদীপ কুমার সিংহ, শিক্ষক বসন্ত কুমার সিংহ, সাংবাদিক নির্মল এস পলাশ প্রমুখ।

হোলি উৎসব মণিপুরি ঐতিহ্যগত একটি লোক সাংস্কৃতিক অনুষ্ঠান। মণিপুরি সমাজে ৫ দিনব্যাপী প্রতিটি গ্রামে গ্রামে শিশু কিশোর, তরুণ, তরুণীসহ নারী পুরুষরা দল বেঁধে ঢাক, ঢোল, করতাল, মৃদঙ্গ শঙ্খ ধ্বনির মাধ্যমে প্রতি বাড়ি বাড়ি গিয়ে হোলি দল নৃত্য গীতে গান করে থাকেন। মণিপুরি সমাজে হোলির গুরুত্ব অপরিসীম।

এছাড়াও মণিপুরি সমাজের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দসহ নানা পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে হোলি নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৭টি দল অংশগ্রহণ করে। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.