Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে রোগীদের মধ্যে ৩০ লক্ষ টাকার চেক বিতরণ

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ৩১ মার্চ, ২০২৪

সিলেটের গোলাপগঞ্জে বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৬ আসনের এমপি নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শেখ হাসিনা সরকার বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এরই লক্ষে দেশের রোগাক্রান্ত মানুষকে আর্থিক সহায়তা প্রদান হচ্ছে।

এসময় ৬০ জন কঠিন রোগে আক্রান্ত ব্যক্তির মধ্যে ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়।

নাহিদ বলেন, বাংলাদেশে এখন আর অতিদরিদ্র রাষ্ট্র নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হওয়ায় খাদ্যে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ। শিক্ষা ব্যবস্থার উন্নতির লক্ষে বিনামূল্যে বই দেয়া হচ্ছে, সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। কৃষি, যোগাযোগ, স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে অভাবনীয় সফলতা অর্জন করা সম্ভব হচ্ছে।

রোববার সকাল ১১ টায় গোলাপগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল হকের পরিচালনায় চেক বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মাছুদুল আমিন, জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.