Sylhet Today 24 PRINT

জুড়ীতে ছিনতাইকালে জনতার হাতে আটক ২

জুড়ী প্রতিনিধি |  ০২ এপ্রিল, ২০২৪

মোবাইল ব্যাংকিংয়ের দোকানের টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জুড়ীতে দুই ছিনতাইকারীকে আটক করেছে জনতা। পরে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

জানা যায়, উপজেলার ভবানীগঞ্জ বাজারের জনতা ব্যাংকের পাশে রিসান টেলিকমের মোবাইল ব্যাংকিংয়ের দোকানের মালিক সাগর দেবনাথ প্রতিদিনের ন্যায় সোমবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে নগদ প্রায় দুই লক্ষ টাকা, রিচার্জের কয়েকটি মোবাইলসহ উত্তর ভবানীপুরের তার বাড়িতে যাচ্ছিলেন। কলেজ রোডস্থ ব্রিজের কাজ চলমান থাকার কারণে অন্ধকার জায়গায় যাওয়ার পথিমধ্যে জাঙ্গিরাই গ্রামের ইদ্রিস আলীর পুত্র সাজন আহমদ ও রফিকুল ইসলামের পুত্র সারওয়ার হোসেন সাইম ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তার পেটে চেপে ধরে সাথে থাকা দুই লক্ষ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

তার আর্তচিৎকারে পথচারীরা এগিয়ে এসে সাজন নামের ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে খবর দেওয়া হয়। তাদের উপস্থিতিতে তার দেওয়া তথ্যমতে, পালিয়ে যাওয়া অপর ছিনতাইকারী সারওয়ার হোসেন সাইমকেও আটক করা হয়।

ছিনতাইকারীদের মধ্যে সাজন আহমদ বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমানের ভাতিজা হওয়ার কারণে সমঝোতার চেষ্টা চলাকালে খবর পেয়ে জুড়ী থানা পুলিশ গিয়ে তাদের আটক করে নিয়ে আসে।

এ ঘটনায় দুইজনকে আসামি করে জুড়ী থানায় মামলা দায়ের করেন ব্যবসায়ী সাগর আহমদ।

জুড়ী থানার ওসি এস এম মাইন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্তদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.