Sylhet Today 24 PRINT

সাদাপাথর যাওয়ার পথে দুর্ঘটনায় টুরিস্ট বাস, আহত অন্তত ২০

নিজস্ব প্রতিবেদক |  ০২ এপ্রিল, ২০২৪

প্রতীকী ছবি

সিলেটের ভোলাগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সাদাপাথর পরিবহন নামের এক টুরিস্ট বাস উল্টে অন্তত ২০ জন পর্যটক আহত হয়েছেন।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর সোয়া ১টার দিকে সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়া।

প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, সাদাপাথর পরিবহন নামে বাসটি অন্তত অর্ধশত পর্যটক নিয়ে ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রের উদ্দেশে নগরের আম্বরখানা থেকে রওনা হয়। পথে ধোপাগুল পয়েন্ট পেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। এর আগে স্থানীয়রাও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সাদাপাথর পরিবহনের ম্যানেজার হাফিজুল ইসলাম বলেন, আম্বরখানা থেকে সিলেট মেট্রো জ ১১- ০০৪০ নম্বরের গাড়িটি সাদাপাথর যাওয়ার পথে ধোপাগুল পয়েন্ট পেরিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ১৫ থেকে ২০ জনের মতো আহত হয়েছেন।

এবিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়া বলেন, পর্যটকবাহী বাস উল্টে প্রায় সব যাত্রীই আহত হয়েছেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ১৫ জনকে পেয়েছে। বাকিদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.