Sylhet Today 24 PRINT

শান্তিগঞ্জে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো ব্র্যাক

শান্তিগঞ্জ প্রতিনিধি |  ০৪ এপ্রিল, ২০২৪

শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে ভয়াবহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বেসরকারি সংস্থা ব্র্যাক।

বুধবার (৩ এপ্রিল) সকাল ১০টায় ব্র্যাকের পশ্চিম পাগলা শাখা কার্যালয়ে ব্র্যাক আলট্রা-পুওর গ্রাজুয়েশন প্রোগ্রামের সহযোগিতায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ব্র্যাকের ক্ষুদ্রঋণের অন্তর্ভুক্ত ২৯টি পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করে প্রতিষ্ঠানটি।

এরমধ্যে ১২টি পরিবারকে ২০ হাজার করে এবং ১৭টি পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়। এছাড়া স্যানিটেশন মেরামতের জন্য আরও ২৫ পরিবারকে দেড় হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।

আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করে ব্র্যাকের হবিগঞ্জ জোনাল ম্যানেজার (ইউপিজি) আজিজুল ইসলামের। ব্র্যাকের সুনামগঞ্জ জেলার সমন্বয়কারী এ. কে আজাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা।

বিশেষ অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহাদাৎ হোসেন ভূঁইয়া, ব্র্যাকের সিলেট ডিভিশনাল ম্যানেজার রিপন চন্দ্র মন্ডল, আঞ্চলিক ব্যবস্থাপক (ইউপিজি) নাজমুল মোহাম্মদ।

এসময় ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মোস্তাফিজুর রহমান ও পাগলা বাজার শাখা ব্যবস্থাপক সুব্রত কুমার দত্তসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.