Sylhet Today 24 PRINT

দক্ষ হয়ে বিদেশ গেলে সকলেই উপকৃত হবেন: প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক |  ০৫ এপ্রিল, ২০২৪

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, আমাদের দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বৈধভাবে বিদেশ গেলে সকলেই উপকৃত হবেন। বৈধভাবে বিদেশ গেলে আমাদের দূতাবাসগুলো সহজেই প্রবাসীদেরকে যেকোনো সহযোগিতা করতে পারেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। এতে করে প্রবাসীরাও দেশে বিনিয়োগ করার আগ্রহ পাচ্ছেন। আমাদের সকলের পক্ষ থেকেও সহযোগিতার হাত প্রসারিত করে দেশে প্রবাসীদেরকে আরও বেশি বেশি করে বিনিয়োগ করার জন্য আগ্রহী করে তুলতে হবে। কারণ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার কোন বিকল্প নেই।

তিনি বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে আয়োজিত ‘দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ সংক্রান্ত’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।

‘প্রবাসী কর্মীর উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখবো তাদের অধিকার’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অনুষ্ঠিত সেমিনারে উপজেলার সকল শ্রেণি-পেশার ব্যক্তিবর্গদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।

সেমিনারের শুরুতে মূল প্রবন্ধ তুলে ধরেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের পরিচালক মুখলিছুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তারের সভাপতিত্বে ও জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শেখ মো. নাহিদ নিয়াজ, জেলা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আসিফ আজিজ, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এএইচএম ফিরুজ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, প্রবাসী লিয়াকত আলী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.