Sylhet Today 24 PRINT

বিশ্বনাথের মাদ্রাসা অধ্যক্ষের মুক্তির দাবিতে নগরীতে মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০১৬

সিলেটের বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র সালমান হত্যাকান্ডের প্রকৃত আসামীদের গ্রেফতার এবং জামিয়া মাদানীয়া মাদ্রাসার প্রিন্সিপাল, মাসিক আল ফারুক সম্পাদক মাওলানা শিব্বীর আহমদ ও সিনিয়র মুহাদ্দিস মাওলানা বশির আহমদকে নি:শর্ত মুক্তির দাবিতে শুক্রবার দুপুরে কোর্ট পয়েন্টে মাদানী কাফেলা বাংলাদেশের উদ্দোগে মানববন্ধন কর্মসুচি পালিত হয়।

মাদানী কাফেলার সভাপতি মাওলানা রুহুল আমীন নগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধন চলাকলে বক্তারা বলেন,সালমান হত্যাকান্ডকে ভিন্ন খ্যাতে প্রবাহিত করার ষড়যন্ত্র চলছে। সঠিক তদন্ত করে হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দেয়া হোক। কিন্তু তদন্তের নামে নিরাপরাধ নারী, শিশু, ছাত্র-শিক্ষকদের অযথা হয়রানী বন্ধ করতে হবে। য

সম্পূর্ন অনুমানের উপর নির্ভর করে অথবা বিশেষ মহলের ইন্ধনে মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ ও মাওলানা বশির আহমদকে গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্ভে তাদের মুক্তির দাবি জানান।

কাফেলার সাংগঠনিক সম্পাদক হাফিজ শাহিদ আহমদ হাতিমীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য রাখেন, জামিয়া দারুল উলুম সিলেটের প্রিন্সিপাল মাওলানা আব্দুল মালিক চৌধূরী, জামিয়া লুগাতুল আরাবিয়ার প্রিন্সিপাল মাওলানা তাহুরুল হক, জামিয়া ফারুকিয়া সিলেটের শিক্ষাসচিব মাওলানা জয়নুল আবেদীন, শায়খুল ইসলাম ইন্টার ন্যাশনাল জামিয়া সিলেটের নির্বাহী প্রিন্সিপাল হাফিজ মাওলানা সৈয়দ সালিম কাসেমী,জামিয়া হেদায়াতুল ইসলাম সিলেটের প্রিন্সিপাল মুফতি মুতিউর রহমান, জামিয়া মাহমুদিয়া সুবহানীঘাট মাদ্রাসার প্রবীণ শিক্ষক মাওলানা ক্বারী ফরিদ উদ্দীন, কাফেলার সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা আব্দুর রাজ্জাক, হাফিজ শিব্বির আহমদ রাজি, জামিয়া দারুল কোরআনের শিক্ষক মাওলানা ইরশাদ খান আল হাবিব, জামিয়া মাদানয়িা বিশ্বনাথের শিক্ষক মাওলানা হাসান আহমদ ফাহিম, শায়খুল ইসলাম জামিযার শিক্ষক হাফিজ মাওলানা ফয়েজ উদ্দীন, হাফিজ আহমাদুল হক উমামা, মাওলানা আতিকুর রহমান নগরী, মাওলানা কায়সান মাহমুদ আকবরি, হাফিজ খলিল উল্লাহ, ছাত্র নেতা মিজানুর রহমান মামুন, দেলওয়ার আল হাসান, প্রবাসী মাওলানা ফয়জুল ইসলাম জাহিদ, আরিফ চৌধুরী, মিম রেজওয়ান, মাওলানা আব্দুর রহিম, হযরত আলী নোমানী, সাইদ আহমদ, সমাজ কর্মী মুজিবুর রহমান নানুমিয়া প্রমুখ।

বক্তারা সিলেটের প্রখ্যাত বুযুর্গ মরহুম শায়খ আশরাফ আলী বিশ্বনাথী (র) এর বয়োবৃদ্ধা সহধর্মিনী, ছোট ছোট ছেলে-মেয়েসহ তার পরিবারের সদস্যদের থানায় নিয়ে নির্যাতনের তীব্র নিন্দা জানান। অবিলম্বে নির্দোষ প্রিন্সিপাল সহ মাদরাসার শিক্ষককে মুক্তি না দিলে সিলেটবাসীকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.