Sylhet Today 24 PRINT

৮০ মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দিয়েছে হবিগঞ্জ পৌরসভা

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৬ এপ্রিল, ২০২৪

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে হবিগঞ্জ পৌরএলাকার ৮০টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দিয়েছে হবিগঞ্জ পৌরসভা।

শুক্রবার বেলা ৩টায় পৌর টাউন হলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ওই সম্মানী ভাতা প্রদান করা হয়।

হবিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ পৌর কাউন্সিলর মো. জাহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সম্মানী ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামান, হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের খতিব মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, ইমাম মাওলানা কাজী আব্দুল জলিল ও মাওলানা রোকনউদ্দিন আশরাফী, কাউন্সিলর সফিকুর রহমান সিতু, কাউন্সিলর গৌতম কুমার রায় ও কাউন্সিলর টিপু আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে হবিগঞ্জ পৌরসভার ৮০টি মসজিদের খতিব, ইমামদের ৩ হাজার টাকা এবং মুয়াজ্জিনদের ২ হাজার টাকা করে সম্মানী ভাতা প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.