Sylhet Today 24 PRINT

জুড়ীতে ঈদ উপহার বিতরণ

জুড়ী প্রতিনিধি |  ০৮ এপ্রিল, ২০২৪

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জুড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে'র পক্ষ থেকে উপহার বিতরণ করা হয়েছে।

রোববার জুড়ী বড় মসজিদ প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত ৩২০টি পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাসুম রেজা, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, জুড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন স্পেনের সভাপতি আমিনুর রশীদ রাজু, সমাজসেবক খোশমান আহমেদ, সাংবাদিক আল আমিন আহমদ, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, সাংবাদিক মনিরুল ইসলাম, মাওলানা সামসুল ইসলাম প্রমুখ।

প্রতি প্যাকেটে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি ময়দা, এক কেজি তেল, এক কেজি চিনি, এক প্যাকেট সেমাই ও এক প্যাকেট দুধ ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.