Sylhet Today 24 PRINT

সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল গণহত্যা দিবস মঙ্গলবার

সিলেটটুডে ডেস্ক |  ০৮ এপ্রিল, ২০২৪

শহীদ ডা. শামসুদ্দিন আহমদ ও ডা. শ্যামল কান্তি লালা (ফাইল ছবি)

মঙ্গলবার (৯ এপ্রিল) সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল (বর্তমান শামসুদ্দিন আহমদ হাসপাতাল) গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে এই হাসপাতালে পাকিস্তানিদের নৃশংসতায় চিকিৎসক শামসুদ্দিন আহমদসহ ৭ জন শহীদ হন।

প্রতি বছরের মতো এবারও চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্যোগ নিয়েছে ‘নাগরিক মৈত্রী’ সিলেট।

মঙ্গলবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে র‌্যালি সহযোগে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে নাগরিক মৈত্রীর আয়োজনে এই দিনকে নিয়ে একটা প্রকাশনার মোড়ক উন্মোচন করা হবে।

কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেছেন ‘নাগরিক মৈত্রী’ সিলেটের আহ্বায়ক অ্যাডভোকেট সময় বিজয় সী শেখর।

১৯৭১ সালের ৯ এপ্রিল সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ডা শামসুদ্দিন আহমদ ও ডা শ্যামল কান্তি লালাসহ অন্যরা যখন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে চিকিৎসা দিচ্ছিলেন তখনই পাকিস্তানি হানাদান বাহিনী এই চিকিৎসকসহ অন্যান্যদের হত্যা করে। কর্তব্যরত অবস্থায় চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট অন্যদের হত্যার ঘটনা আর নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.