Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে আহত ভুবন চিল উদ্ধার, সাংবাদিক দেখে পালালেন বিক্রেতা

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৯ এপ্রিল, ২০২৪

অসুস্থ ভুবন চিলটিকে ধরেছিলেন এক ব্যক্তি। তিনি পাখিটি বিক্রির চেষ্টা করছিলেন। ক্রেতা সেজে ওই ব্যক্তির কাছে যান দুই সাংবাদিক। পরিচয় জানার পর পাখিটি ফেলে পালিয়ে যান ওই ব্যক্তি।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের খেজুরিছড়া চা–বাগানে ওই ঘটনা ঘটে।

পরে স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জার্ড ওয়াইল্ড লাইফের সদস্যদের মাধ্যমে ভুবন চিলটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় দুই সাংবাদিক বাবলু আচার্য ও তিমির বণিক ভুবন চিলটিকে উদ্ধারে ভূমিকা রেখেছেন।

বাবলু আচার্য বলেন, ভুবন চিল বিক্রির জন্য ক্রেতা খুঁজছিলেন এক ব্যক্তি। বিষয়টি তারা জানতে পারেন। বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে পাখিটির অবস্থান সম্পর্কে তারা নিশ্চিত হন। ক্রেতা সেজে তারা খেজুরিছড়া চা–বাগানে ওই দুই ব্যক্তির কাছে যান। সাংবাদিক পরিচয় দিলে দুজন পাখি ফেলে দৌড়ে পালিয়ে যান। এরপর ভুবন চিলটিকে তারা উদ্ধার করে আনেন।

স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জার্ড ওয়াইল্ড লাইফের সমন্বয়ক সোহেল শ্যাম বলেন, ‘বন্যপ্রাণি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। দুই সাংবাদিক যেভাবে এগিয়ে এসেছেন, আমরা তাদের সাধুবাদ জানাই। উদ্ধার হওয়া পাখিটি কিছুটা অসুস্থ। এটি প্রাপ্তবয়স্ক নয়। দুই সাংবাদিকের কাছ থেকে পাখিটি নিয়ে বন বিভাগের কাছে হস্তান্তর করেছি। এটি এখন লাউয়াছড়ার জানকিছড়া রেসকিউ সেন্টারে আছে। পুরোপুরি সুস্থ হলে বন বিভাগ এটি অবমুক্ত করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.