Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে প্রাণের কারখানায় আগুন, নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি |  ১০ এপ্রিল, ২০২৪

প্রাণ আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে অগ্নিকাণ্ডে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন প্রায় ৩৫ জন। আর অগ্নিকাণ্ডের কারণে ফ্যাক্টরির ক্ষতি হয়েছে প্রায় ১ কোটি টাকা।

বুধবার দুপুর আড়াইটার দিকে পার্কের ভেতরে ‘প্রাণ রিয়েল চিপস লাইন’ নামে ফ্যাক্টরিতে আগুন লাগে।

প্রত্যক্ষদর্শী শ্রমিক মতিন মিয়া জানান, ঘটনার সময় একদল শ্রমিক কাজ শেষে বের হচ্ছিলেন, অপর দল কাজের জন্য প্রবেশ করছিলেন। এ সময় দেখা যায়, বহুতল ভবনের ফ্যাক্টরিতে আগুন ছড়িয়ে পড়ছে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, মাধবপুর ও চুনারুঘাট ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান শায়েস্তাগঞ্জ ইউনিটের প্রধান মো. ইব্রাহিম।

প্রাণের জেনারেল ম্যানেজার দীপক কুমার দেব অগ্নিকাণ্ডের বিষয়ে কোনো তথ্য জানাতে রাজি হননি।

তিনি বলেন, ‘ব্যবস্থাপনা পরিচালক ঢাকা থেকে আসছেন। তাই এ মুহূর্তে কিছু বলতে পারছি না।’

ঘটনার পর জেলা প্রশাসক মোছা জিলুফা সুলতানা ও পুলিশ সুপার আকতার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ সুপার সাংবাদিকদের জানান, একজন নারী শ্রমিক উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ে মারা যান। এছাড়া আগুনে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.