Sylhet Today 24 PRINT

বালু উত্তোলনের দায়ে চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের লাখ টাকা জরিমানা

চুনারুঘাট প্রতিনিধি |  ২৯ এপ্রিল, ২০২৪

হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন অভিযোগে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার।

অর্থদণ্ড পাওয়া ব্যক্তি মো. রোমন মিয়া উপজেলার ৮ নং সাটিয়াজুরী ইউপির ইছাকুটা গ্রামের মৃত মহরম আলীর পুত্র।

রোববার বিকালে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুবের উপস্থিতিতে এ অভিযানে চুনারুঘাট থানার পুলিশের সহায়তায় উপজেলার ২ নং আহম্মদাবাদ ইউপির কোটবাড়ি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করার অভিযোগে রোমনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.