Sylhet Today 24 PRINT

টেংরাটিলা গ্যাসক্ষেত্র পরিদর্শনে পরিবেশ অধিদপ্তরের পরিচালক

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৩ জানুয়ারী, ২০১৬

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ক্ষতিগ্রস্থ টেংরাটিলা গ্যাসক্ষেত্র পরিদর্শন দর্শন করেছেন (আইন) পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ জাফর সিদ্দিকী।

শনিবার দুপুরে টেংরাটিলা গ্যাস ক্ষেত্র ও এর আশপাশের ক্ষতিগ্রস্থ এলাকার বিশিষ্টজনদের সাথে টেংরাটিলা মুক্তিযোদ্ধা ক্লাবে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হন (আইন) পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ জাফর সিদ্দিকী।

এসময় টেংরা গ্যাসক্ষেত্রের ও এর আশপাশের ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জাহান মাস্টার, সুরমা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাস্টার ফরিদ উদ্দিন আহাম্মদ, দোয়ারাবাজার উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বজলুল মামুন প্রমুখ। আলোচনা সভার পরবর্তীতে টেংরাটিলা গ্যাসক্ষেত্র ও এর আশপাশের ক্ষতিগ্রস্ত এলাকা সরজমিনে পরিদর্শন করেন (আইন) পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ জাফর সিদ্দিকী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, দোয়ারা থানার ওসি সেলিম নেওয়াজ, সুরমা ইউপি চেয়ারম্যান শাহ জাহান মাস্টার, টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও সুরমা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মাস্টার ফরিদ উদ্দিন আহাম্মদ, দোয়ারাবাজার উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বজলুল মামুন, সাবেক ছাত্রলীগ সভাপতি সফটওয়্যার ইঞ্জিনিয়ার খন্দকার মামুনুর রশীদ, দোয়ারাবাজার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, সাংবাদিক আশিক মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীক, মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত দাস, সহকারী প্রধান শিক্ষক জহিরুল কাইয়ুম, সহকারী শিক্ষক তানজির হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.