মাধবপুর প্রতিনিধি | ১৩ আগস্ট, ২০২৪
হবিগঞ্জের মাধবপুর উপজেলার খড়কী গ্রামে আমন ধানের চারা রোপণ করতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
সোমবার (১২ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শাহাব উদ্দিন ও মিলন মিয়া । শাহাব উদ্দিন ও মিলন মিয়া খড়কী গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানান, শাহাব উদ্দিন ও মিলন মিয়া মাঠে আমন ধানের চারা রোপণের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান দুই ভাই । পরে স্থানীয়রা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।