Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গল প্রেসক্লাবে যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ০১ ফেব্রুয়ারী, ২০১৬

শ্রীমঙ্গল প্রেসক্লাবে যক্ষ্মা নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসক্লাবের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়। 

৩০ জন সাংবাদিক অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব), শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক জহর তরফদারের সঞ্চালনায় ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি গোপাল দেব চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সম্পাদক এম. ইদ্রিছ আলী। এ সময় নাটাব সিলেট বিভাগীয় সোশ্যাল মোবিলাইজার সুমন কুমার চৌধুরী উপস্থিত ছিলেন। 

সভায় জানানো হয়, যক্ষ্মা রোগে দেশে বছরে ৭০ হাজার লোক মারা যাচ্ছেন। দেশের মোট জনসংখ্যার ৫০ শতাংশের বেশি ব্যক্তির শরীরে সুপ্ত অবস্থায় যক্ষ্মা রোগের জীবানু থাকে। রোগপ্রতিরোধ ক্ষমতা হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে এটি আক্রমণ করে থাকে। 

সভায় আরো জানানো হয়, জন্মের পরেই নবজাতককে যক্ষ্মা প্রতিষেধক ইনজেকশন দেওয়া হলে ৮৫ শতাংশ ক্ষেত্রে এ রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব। ‘যক্ষ্মা হলে রক্ষা নাই, এই কথার ভিত্তি নেই’। বর্তমানে যক্ষ্মা রোগ নির্ণয় ও রোগীদের ওষুধসহ চিকিৎসার সব ব্যবস্থা সরকার বিনামূল্যে করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.