Sylhet Today 24 PRINT

সিলেটে বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক |  ০৮ জুন, ২০২৫

কয়েকদিনের টানা বৃষ্টির পর সিলেটে ঈদের দিনে হেসেছিল সূর্য। তীব্র রোদ ও গরমে নাভিশ্বাস ওঠেছিল মানুষের। তবে এই গরমে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানাচ্ছে বৃষ্টি নামছে ফের।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, ঈদের দ্বিতীয় দিনে চট্টগ্রাম ও সিলেটের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় থাকবে শুষ্ক আবহাওয়া।

পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র থাকবে আংশিক মেঘলা আকাশ ও প্রধানত শুষ্ক আবহাওয়া।

সারা দেশে দিনের তাপমাত্রা ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদেরা বলছেন, মৌসুমি বায়ু এই মুহূর্তে বাংলাদেশের ওপর কম সক্রিয়। উত্তর বঙ্গোপসাগরেও এর অবস্থান দুর্বল থেকে মাঝারি পর্যায়ে।

সোমবারও চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার এবং বুধবারও ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি।

তবে এই দুই দিন দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে অধিদপ্তর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.