সিলেটটুডে ডেস্ক | ২৮ জুন, ২০২৫
জীবাশ্ম জ্বালানিকে না বলতে হবে। সরকারি অর্থায়ন হোক নবায়নযোগ্য জ্বালানির জন্য। ঋণ বাতিল করে জলবায়ু খাতে অর্থ বরাদ্ধ বৃদ্ধি করতে হবে। মুনাফার জন্য নয়, মানুষের জন্য জলবায়ু অর্থায়ন হোক। দ্রুত ও ন্যায্য জ্বালানি রূপান্তরে অর্থায়ন নিশ্চিত করো- এসব দাবি সংবলিত প্লেকার্ড নিয়ে ২৮ জুন শনিবার সকাল ৯টায় সিলেট নগরীতে ’গ্লোবাল ডে অব অ্যাকশন’ পালন উপলক্ষে সাইকেল র্যালির আয়োজন হয়।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, সুরমা রিভার ওয়াটারকিপার ও সিলেট সাইকেল কমিউনিটি এই সাইকেল র্যালির আয়োজন করে।
কানাডায় জি সেভেন শীর্ষ সম্মেলন, জার্মানিতে ইউএনএফসিসিসি এর ইন্টারসেশনাল এবং স্পেনে জাতিসংঘের উন্নয়ন বিষয়ক অর্থনৈতিক সম্মেলন’র প্রেক্ষাপটে এ ’গ্লোবাল ডে অব অ্যাকশন’ পালন করা হয়।
শনিবার সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় সাইকেল র্যালি।
দিবসটি উদযাপনের উদ্দেশ্য তুলে ধরে মূল বক্তব্য রাখেন সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম। তিনি বলেন, আইএমএফসহ আন্তর্জাতিক ঋণদাতা প্রতিষ্ঠানের শর্তপূরণে সরকার জনগণের ওপর চাপ সৃষ্টি করে করব্যবস্থায় পরিবর্তন এনেছে, যা সাধারণ মানুষের জীবন-জীবিকাকে বিপর্যস্ত করছে। ২০২৪ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ ব্যাপক বৃদ্ধি পেয়েছে এবং গত ১৫ বছরে ২৪০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ দেশ থেকে পাচার হয়েছে, যা বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের চেয়ে বেশি। তাঁরা এই পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার জোর দাবি জানান।
ধরা সিলেটের আহবায়ক ডা মোস্তফা শাহজাহান চৌধুরী বাহারের সভাপতিত্বে সাইকেল র্যালির উদ্বোধন করেন প্রবাসী লেখক ও সাংবাদিক মাহবুবুর রহমান। তিনি বলেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, ইউএই, জার্মানি, সুইজারল্যান্ড ও বেলজিয়াম—এই ধনী দেশগুলোকে বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ গ্রহণ বন্ধ করতে হবে এবং সেই অর্থ ফেরত দিতে হবে।
ধরিত্রী রক্ষায় আমরা ধরা (সিলেট) শাখার অন্যতম সংগঠক প্রকৌশলী মাহমুদুর রহমান চৌধুরী (ওয়েস) উন্নয়ন সহযোগীদের সঙ্গে বসে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশভিত্তিক অভিযোজন ব্যবস্থাপনার জন্য অনুদানভিত্তিক অর্থায়নের দাবি জানানো উচিত।
অন্যায়ের মধ্যে সমাবেশ উপস্থিত ছিলেন ওয়াটার কিপারস বাংলাদেশের আইনজীবী প্যানেলের অন্যতম এডভোকেট গোলাম সোবহান চৌধুরী, পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্টের অন্যতম ট্রাষ্টি সুদীপ্ত অর্জুন, ধরা সিলেট শাখার সংগঠক অরূপ শ্যাম বাপ্পী ও সোহাগ তাজুল আমিন এবং সিলেট সাইক্লিং কমিউনিটির এমএনএ জিয়া।