Sylhet Today 24 PRINT

সিলেটে পাহাড়-টিলা কাটায় ডিসির নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক |  ০৯ সেপ্টেম্বর, ২০২৫

সিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কর্তন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, সম্প্রতি জেলায় পাহাড় ও টিলা কাটার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। কিছু অসাধু ব্যক্তি এ কাজে জড়িয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করার পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি করছেন। এ কারণে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬(খ) ধারা অনুযায়ী পাহাড় ও টিলা কর্তন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।

এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ১৫ ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি সরকারি আদেশ হিসেবে গণ্য হবে বলেও উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, সিলেটে পাহাড় টিলা কাটায় উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে টিলা কাটা। এ অবস্থা জেলা প্রশাসন থেকে এ আদেশ জারি করা হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.