Sylhet Today 24 PRINT

জ্যামে আটকে সন্তান প্রসব, ‘চিকিৎসার অভাবে’ নবজাতকের মৃত্যু

দোয়ারাবাজার প্রতিনিধি |  ০৯ সেপ্টেম্বর, ২০২৫

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বালুবাহী ট্রাক-ট্রলি ও ঠেলাগাড়ির দীর্ঘ যানজটে আটকে গিয়ে এক অন্তঃসত্ত্বা নারী গাড়িতেই সন্তান প্রসব করেন। হাসপাতালে নেওয়ার পর ওবই নবজাতকের মৃত্যু। নবজাতকের পরিবারের অভিযোগ, তবে সময়মতো চিকিৎসা না পেয়ে মারা গেছে শিশুটি।

রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সুরমা ইউনিয়নের টিলাগাং রাবারড্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষীপুর ইউনিয়নের চকবাজার এলাকার শফিকুল ইসলাম (৩০) তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী রৌশনারা বেগমকে (২৩) নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে খাসিয়ামারা নদী থেকে বালু বহনকারী গাড়ির জ্যামে আটকে যান তারা।

দীর্ঘ সময় আটকে থাকার মধ্যে গাড়িতেই প্রসব করেন রৌশনারা। নবজাতক জন্মের পর প্রায় দেড় ঘণ্টা জ্যামে আটকে থাকার কারণে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

পরে সন্ধ্যা ৭টার দিকে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর শোকাহত পিতা শফিকুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে ঘটনার বর্ণনা দিয়ে বিচার দাবি করেন।

দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সালেহীন খান বলেন, ‘শিশুটি জন্মের পরপরই শ্বাসনালীতে ব্লক হয়েছিল। মাত্র দুই-তিন মিনিট অক্সিজেন পেলেই তাকে বাঁচানো যেত।’

খাসিয়ামারা নদীর ইজারাদার শাহজালাল কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী ও সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ জানান, ‘সড়ক সরু হওয়ায় গাড়ি ক্রস করতে সমস্যা হয়। জ্যাম এড়াতে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে, ভবিষ্যতে যাতে আর জ্যাম না লাগে।’

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, ‘বালু উত্তোলনের কারণে জনদুর্ভোগ তৈরি হয়েছে। এ বিষয়ে ইজারাদার ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধান নেওয়া হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.