Sylhet Today 24 PRINT

সড়কে অভিযান চলছেই: দ্বিতীয় দিনে ১০৫ যানবাহন আটক, ৩২ মামলা

নিজস্ব প্রতিবেদক |  ২৩ সেপ্টেম্বর, ২০২৫

সড়ক শৃঙ্খলা ফেরাতে দ্বিতীয় দিনে সিলেট নগরীর পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে দিনভর একযোগে অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এতে ১০৫টি যানবাহন আটক ও ৩২টি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর মেন্দিবাগ, নাইওরপুল, জিতু মিয়ার পয়েন্ট, রিকাবীবাজার এবং পাঠানটুলা এলাকায় এ অভিযান চালানো হয়।

সরজমিনে দেখা গেছে, সকাল থেকেই এই পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে তল্লাশি শুরু করেন। অন্যদিনের তুলনায় সড়কে ব্যাটারিচালিত রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা ছিল কম। এ সময় সড়কে চলাচলকারী যানবাহনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করতে দেখা যায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের।

সিলেট মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবারের বিশেষ অভিযানে আটক করা হয় ১০৫টি যানবাহন। এর মধ্যে ব্যাটারিচালিত রিকশা ৬৬টি, সিএনজিচালিত অটোরিকশা ৫টি, লেগুনা ৩টি, মোটরসাইকেল ২৮টি, ট্রাক ২টি ও পিকআপ ১টি। এ অভিযানে মামলা হয়েছে ৩২টি। এর মধ্যে সিএনজিচালিত অটোরিকশা ১০টি, মোটরসাইকেল ১৭টি, মাইক্রোবাস ১টি, পিকআপ ২টি ও ট্রাক ২টি।

এ অভিযানের আগে গত শনিবার (২০ সেপ্টেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশ পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আট দফা নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়, যানজটমুক্ত নগরী গড়ে তুলতে সিলেট মহানগরীতে কোনো ব্যাটারিচালিত রিকশা রেজিস্ট্রেশনবিহীন বা ভুয়া নম্বরপ্লেটযুক্ত অবস্থায় চলতে পারবে না। অনুমোদিত স্ট্যান্ডে নির্ধারিত সংখ্যার বেশি সিএনজিচালিত অটোরিকশা রাখা যাবে না। অনুমোদনবিহীন স্থানে কোনো ধরনের পার্কিং করা যাবে না। মোটরসাইকেলচালক ও আরোহী উভয়কেই বাধ্যতামূলকভাবে হেলমেট পরতে হবে। সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত নগরীতে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি ঢুকতে পারবে না। কোনো পরিবহনে অতিরিক্ত যাত্রী বা অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। এ ছাড়া হেডলাইট, ব্রেক লাইট ও সিগন্যাল লাইট সচল না থাকলে গাড়ি রাস্তায় নামানো যাবে না। বাস, মিনিবাস, কোচ, কার, মাইক্রোবাস ও হাইয়েসের চালকরা ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র ও সিটবেল্ট ছাড়া গাড়ি চালাতে পারবেন না। সিলেট শহরের ভেতরে যত্রতত্র যাত্রী ওঠানামা করানো বা রাস্তার মধ্যে গাড়ি পার্কিং করা যাবে না।

এসএমপি কমিশনারের স্বাক্ষরিত নির্দেশনায় আরও জানানো হয়, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.