Sylhet Today 24 PRINT

বিএনপি নেতা সাহাব উদ্দিন এবার চুরির মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৩ সেপ্টেম্বর, ২০২৫

সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর লুটপাটের ঘটনায় পদ হারানো বিএনপি নেতা সাহাব উদ্দিনকে আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে আনা হলে কোম্পানীগঞ্জ উপজেলা ভূমি অফিসের দায়ের করা বালু-পাথর চুরির দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, রিমান্ড শেষে সাহাব উদ্দিনকে আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে উক্ত মামলাগুলোতে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সাহাব উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের আব্দুল বারীর ছেলে এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি।

কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথর লুটের মামলায় গত ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে র‍্যাব-৯ সিলেট নগরের কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, চাঁদাবাজি, দখলবাজিসহ দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গত ১১ আগস্ট বিএনপি তাকে পদ থেকে বহিষ্কার করে। তার বিরুদ্ধে বর্তমানে কোম্পানীগঞ্জ ও কোতোয়ালি থানায় মোট সাতটি মামলা চলমান রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.