Sylhet Today 24 PRINT

ওমানে ছাদ থেকে পড়ে হবিগঞ্জের যুবকের মৃৃত্যু

চুনারুঘাট প্রতিনিধি  |  ২৪ সেপ্টেম্বর, ২০২৫

ওমানে নির্মাণ কাজ করার সময় দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে মারা গেছেন চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের প্রবাসী জিয়াউদ্দিন মোল্লা (৩৮)।

রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে দেশটির সরকারি নিজওয়া হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জিয়াউদ্দিন টেকেরঘাট গ্রামের সুরুজ  মিয়ার ছেলে। তিন বছর আগে জীবিকার তাগিদে ওমানে গিয়ে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ শুরু করেন।

গত ১৫ সেপ্টেম্বর প্রচন্ড গরমের মধ্যে কাজ করার সময় দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে নিজওয়া হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রোববার রাতে তার মৃত্যু হয়। বাড়িতে মৃত্যু সংবাদ পৌঁছালে পরিবারে শোকের ছায়া নেমে আসে। বাড়িতে তার স্ত্রী ও পাঁচ বছরের সন্তান ইয়াসিন মোল্লা রয়েছেন।

এ তথ্য নিশ্চিত করে নিহতের ভাতিজা শিবলু মিয়া জানান, মরদেহ দেশে ফেরাতে ইতোমধ্যে বাংলাদেশ দূতাবাসে সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে। প্রক্রিয়া চলছে। চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, জিয়াউদ্দিনের মৃত্যুত গ্রামে শোক নেমে এসেছে। লাশ দেশে ফিরিয়ে আনাসহ পরিবারের প্রয়োজনে আমরা পাশে থাকব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.