সিলেটটুডে ডেস্ক | ০৩ অক্টোবর, ২০২৫
সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে সম্মিলিত কওমি ফোরামের উদ্যোগে বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকাল ২টা থেকে দিনব্যাপী ‘‘কওমি কনফারেন্স ২০২৫’’ অনুষ্ঠিত হয়েছে।
ফোরামের সভাপতি মাওলানা আহমদ কবির খলিলের সভাপতিত্বে ও কবি মীম সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কনফারেন্সে দেশের শীর্ষস্থানীয় আলেমরা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
উদ্বোধনী বক্তব্যে শায়খুল হাদীস হাবিবে রব্বানী কওমি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। মাওলানা হেমায়েত উদ্দিন বলেন, শিক্ষা ও আত্মগঠনই প্রকৃত নেতৃত্বের ভিত্তি। মাওলানা আতাউল হক জালালাবাদী কওমি শিক্ষায় শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ককে প্রাণশক্তি হিসেবে উল্লেখ করেন। মুফতি রিদওয়ান হাসান মূল ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে শিক্ষা সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। আবেগঘন বক্তব্যে মাওলানা রুহুল আমীন সাদী কওমিয়ানদের আত্মত্যাগকে অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন।
এছাড়াও মাওলানা সালমান আহমদ, শায়খুল হাদিস আব্দুল বছির, মাওলানা মুসলেহুদ্দিন আহমদ গহরপুরী, মাওলানা জয়নাল আবেদিন, শায়খুল হাদিস নজরুল ইসলাম কাসেমি, মাওলানা শাহ মমশাদ আহমদ, মুফতি মুজাহিদুল ইসলাম শ্রীমঙ্গলি, মাওলানা নুমানুল হক চৌধুরী, এড. মাওলানা মাহমুদুল হাসানসহ দেশবরেণ্য আলেমরা উপস্থিত ছিলেন।
বিপুল জনসমাগম ও প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে কনফারেন্সটি এক মিলনমেলায় রূপ নেয়। দোয়ার মাধ্যমে এর সমাপ্তি ঘটে।