Sylhet Today 24 PRINT

নারীর আপত্তিকর ছবি ও ভিডিও অনলাইনে, প্রাক্তন স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৬ অক্টোবর, ২০২৫

সাবেক স্ত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে সিলেটে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

শনিবার (৪ অক্টোবর) রাতে শাহপরান মাজার গেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার পাঠানো এক বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার কাশিনগর এলাকার নারীর সাথে ২০০৬ সালের ১৫ সেপ্টেম্বর বিয়ে হয় সিলেটের শাহপরান (রঃ) থানার ধুলাই শাহী ঈদগাহ এলাকার আব্দুল হকের ছেলে সুহেল আহমদের (৪০) সঙ্গে। বিয়ের পর স্বামী নানা অজুহাতে ওই নারীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। একপর্যায়ে নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়িতে ফিরে যান।

এরপর স্বামী-স্ত্রী থাকা অবস্থায় গোপনে ধারণ করা নগ্ন ও ব্যক্তিগত ছবি পাঠিয়ে ওই নারীকে ব্ল্যাকমেইল শুরু করেন এবং দুই লাখ টাকা দাবি করেন সুহেল। ভিকটিম এতে রাজি না হলে, ওই ছবি ও ভিডিও সম্পাদনা করে তাতে কুরুচিপূর্ণ ও অশ্লীল লেখা যোগ করে ফেসবুক ও ইমোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

ঘটনার পর ভিকটিম নিজে বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে বিজয়নগর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে র‌্যাব-৯ গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে মূল আসামি সুহেল আহমদকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.