Sylhet Today 24 PRINT

মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেসের ৪ বগি লাইনচ্যুত, আহত অন্তত ২০

নিজস্ব প্রতিবেদক |  ০৭ অক্টোবর, ২০২৫

সিলেটের মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে ট্রেনটি। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এসময় আহত হয়েছেন ২০ জন।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম থেকে সিলেট আসার পথে মোগলাবাজারে এ ঘটনা ঘটে।

সিলেট রেলওয়ে থানার ওসি আবুল কুদ্দুস তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে সিলেট আসার পথে উদয়ন এক্সপ্রেস মোগলাবাজারে ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এসময় আহত হয়েছেন অনেক মানুষ। ট্রেন উদ্ধারে কাজ চলমান রয়েছে। দ্রুত সারাদেশ সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.