Sylhet Today 24 PRINT

ব্যাটারিচালিত রিক্সার গ্যারেজে অভিযান বন্ধের দাবি

সিলেটটুডে ডেস্ক |  ০৭ অক্টোবর, ২০২৫

সিলেটের দক্ষিণ সুরমার বারখলায় ব্যাটারি চালিত অটোরিক্সার গ্যারেজগুলোতে অভিযান বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।

শ্রমিক নেতা আসলাম উদ্দিনের সভাপতিত্বে ও মিন্টু আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা জগলু আহমদ, উজ্জ্বল আহমদ, সোহেল আহমদ, মেম্বার মিয়া, মোশাহিদ করিম, আব্দুল কুদ্দুস, তাওহিদ আহমদ, শামীম ইব্রাহিম, লিটন মিয়া, সোহেল মিয়া, জুবায়ের আহমদ, রুবেল আহমদ, আফরোজ আলী, দীপেন্দ্র দাস, আশু মিয়া, আলম মিয়া, আরশাদ মিয়া, জুয়েল বেপারী, আব্দুস সালাম, সেলিম মিয়া, হামিদ মিয়া শাহজাহান আহমদ, শিপন আহমেদ, শিবু মিয়া আতিয়ার আহমদ, জাহাঙ্গীর মিয়া, আশরাফ আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিপ্লব সংঘটিত হওয়ার পরও ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকদের ওপর চলমান হয়রানিমূলক ও বৈষম্যমূলক কর্মকাণ্ডে আমরা অত্যন্ত ব্যথিত ও মর্মাহত। সোমবার দক্ষিণ সুরমার বারখলায় বেশ কয়েকটি গ্যারেজে অভিযান চালিয়ে বৈদ্যতিক মিটারগুলো খুলে নেওয়া হয়েছে। সরকারের সকল নিয়ম মেনে মিটার আনা হলেও কোন ধরনের নোটিশ বা সতর্কতা না দিয়েই এগুলো খুলে নেয়া হয়েছে যা অত্যন্ত দুঃখজনক।

বক্তারা বলেন, নতুন ধরনের যানবাহন শহরে চালু করতে একটি কুচক্রী মহল এ ধরনের পদক্ষেপ নিতে উস্কানি দিচ্ছে বলে বলে আমরা মনে করি। আমরা অবিলম্বে ব্যাটারি চালিত রিক্সার গ্যারেজগুলোতে অভিযান বন্ধ করতে এবং রোড পারমিট দিয়ে বৈধভাবে ব্যাটারি রিক্সা চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.