Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে যৌথ অভিযানে ১ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৭ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ সেনাবাহিনীর মৌলভীবাজার ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে এবং বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সমন্বয়ে একটি যৌথ দল সোমবার (৬ অক্টোবর) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের দুর্লভপুর নামক এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার অবৈধ প্রসাধনী, শাড়ি এবং সিগারেট জব্দ করা হয়েছে।

জব্দকৃত দ্রব্যসামগ্রী আনুমানিক মূল্য ১ কোটি টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসব পন্য ভারত হতে অবৈধভাবে দেশে আনা হয়েছিল। সোমবার সন্ধ্যার পর বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার ক্যাম্প কর্তৃক এলাকায় অবৈধ চোরাচালান, মাদকদ্রব্য ব্যবহার অবৈধ ব্যবসা রোধ, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.