Sylhet Today 24 PRINT

আবাসিক এলাকায় গাঁজা সেবন, তিনজনকে ৬০ দিন করে কারাদণ্ড

তাহিরপুর প্রতিনিধি  |  ০৭ অক্টোবর, ২০২৫

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আবাসিক এলাকার ভেতরে গাঁজা সেবন করার অপরাধে তিন যুবককে ৬০ দিন করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে উপজেলা আবাসিক এলাকা থেকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু এই রায় দেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার আবাসিক এলাকায় ভেতরে গাঁজা সেবন করছিলেন কিছু যুবক। তাদের বার বার বলেও কোনো পরিবর্তন না হওয়ায় উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক মো. হাসিবুল তারেকের নেতৃত্বে তাহিরপুর ইউএনও আনসার গার্ডের আনসার সদস্যদের সহযোগীতায় সরকারি উপজেলা কোয়ার্টারের ভিতরে গাঁজা সেবনকালীন সময় উপজেলার সদর ইউনিয়নের সূর্যেরগাও গ্রামের সত্যরঞ্জনের ছেলে চয়ন(১৮), ভাটি তাহিরপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে জুবায়ের(১৮) ও একেই গ্রামের ফয়সাল মিয়ার ছেলে বাবু (১৯) কে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে তাদের প্রত্যেককে ৬০ দিন করে কারাদণ্ড দেয়া হয়।

এর সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহরুখ আলম শান্তনু।

তিনি জানান, দন্ডপ্রাপ্ত্যদের তাহিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.