Sylhet Today 24 PRINT

বিছনাকান্দি থেকে ভারতীয় ২৩৭ গরু ও ৫৩টি মহিষ আটক

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৮ অক্টোবর, ২০২৫

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে অভিযান চালিয়ে এ যাবৎ কালের সবচেয়ে বড় গরু-মহিষের চোরাচালান আটক করেছে বিজিবি।

৮ অক্টোবর (বুধবার) ভোরে বিজিবি সরাইল রিজিয়নের অধীন সিলেট সেক্টরের আওতাধীন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তবর্তী পীরেরবাজার নামক এলাকা থেকে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসা ২৩৭টি গরু ও ৫৩টি মহিষ আটক করেছে বিজিবি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর মো. নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.