Sylhet Today 24 PRINT

শহীদ সামসুদ্দিন হাসপাতাল: সিনিয়র স্টাফ পরিচয়ে রোগীদের সাথে দুর্ব্যবহার বাবুর্চির

নিজস্ব প্রতিবেদক |  ০৮ অক্টোবর, ২০২৫

সিলেট শহীদ সামসুদ্দিন হাসপাতালে ‘সিনিয়র স্টাফ’ পরিচয়ে সরকারি ওষুধ সংগ্রহ করতে এসে রোগীদের সঙ্গে দুর্ব্যবহার এবং সাংবাদিকদের হেনস্তার অভিযোগ উঠেছে হাসপাতালের একজন বাবুর্চির বিরুদ্ধে।

অভিযুক্ত ব্যক্তি হলেন মাসুক মিয়া। তিনি নিজেকে হাসপাতালের সিনিয়র স্টাফ পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেন।

বুধবার (৮ অক্টোবর) বেলা ১টার দিকে হাসপাতালের আউটডোর বিভাগে এই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আউটডোরে সরকারি ওষুধ গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন ১৮-২০ জন রোগী। এ সময় মাসুক মিয়া ৪টি ওষুধের স্লিপ হাতে নিয়ে লাইনের নিয়ম ভেঙে সরাসরি কাউন্টারে ঢুকে পড়েন এবং জোরপূর্বক ওষুধ গ্রহণ করেন। রোগীদের অনেকে বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে মাসুক মিয়া ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি আরও ৩-৪ জনকে সঙ্গে নিয়ে রোগীদের দিকে তেড়ে যান এবং গায়ে হাত তোলার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এতে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন তারা সবাই নিজেদের হাসপাতালের স্টাফ পরিচয় দেন।

পরে হাসপাতালের আউটডোর ভবনের বাইরে উপস্থিত সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা মাসুক মিয়ার পরিচয় জানতে চাইলে, তিনি পুণরায় অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময় মাসুক মিয়া সাংবাদিকদের দিকে তেড়ে আসেন এবং তাদের হেনস্তার চেষ্টা করেন।

স্থানীয়রা বলছেন, একজন বাবুর্চি কীভাবে 'সিনিয়র স্টাফ' পরিচয় দিয়ে এভাবে ক্ষমতার অপব্যবহার করেন, তা তদন্ত করা উচিত। তারা দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সিলেট শহীদ সামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও জানান, ‘মাসুক মিয়া হাসপাতালের বাবুর্চি পদে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে একটি মামলা থাকায় তিনি গত এক বছর ধরে সাসপেনশনে (সাময়িক বরখাস্ত) আছেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.