Sylhet Today 24 PRINT

সিলেটে মোটর সাইকেলে অধিক যাত্রী নিলেই জরিমানা, পুলিশের হুশিয়ারি

সিলেটটুডে ডেস্ক |  ০৮ অক্টোবর, ২০২৫

মোটরসাইকেল চালক ও সহযাত্রীদের হুশিয়ারি দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার পর এবার কড়াকড়ি আরোপ করা হচ্ছে মোটরসাইকেলে। অধিক যাত্রী আরোহন কিংবা হেলমেট ব্যবহার না করলে প্রথমবার ৩ হাজার টাকা ও দ্বিতীয়বার ৬ হাজার টাকা জরিমানার ঘোষণা দিয়েছে এসএমপি।

এসএমপির ফেসবুক পেজে এক ঘোষণায় বলা হয়েছে- ‘সড়ক পরিবহণ আইন, ২০১৮ এর ৪৯ (১) (চ) ধারা মোতাবেক চালক ব্যতীত একজনের অধিক সহযাত্রী বহন করা যাইবে না এবং চালক ও সহযাত্রী উভয়কে যথাযথভাবে হেলমেট ব্যবহার করিতে হইবে। এ বিধান প্রথমবার লঙ্ঘনের জন্য  জরিমানা ৩০০০ টাকা। দ্বিতীয়বার লঙ্ঘন করিলে জরিমানা ৬০০০ টাকা।

তাছাড়া কারাদন্ড প্রদানের বিধান ও রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সিলেট মহানগর এলাকায় চলাচলকারী মোটরসাইকেল আরোহী এবং সহযাত্রীকে হেলমেট ব্যবহার করতে অনুরোধ করা হলো। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.