Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫

হবিগঞ্জ প্রতিনিধি  |  ১৭ অক্টোবর, ২০২৫

প্রতীকী ছবি

হবিগঞ্জের বাহুবলে জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসির সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার সুদীন গ্রামে এই ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও, এলাকায় উত্তেনা বিরাজ করছে।

পুলিশ জানায়, সুদীন গ্রামের মকবুল হোসেনের সঙ্গে পাশ্ববর্তী মুরাগাও গ্রামের বাসিন্দা ফরিদ মিয়ার সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে দুপুরে দুই গ্রামবাসীর মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে।

এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

জানতে চাইলে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধের কারণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.