Sylhet Today 24 PRINT

অবৈধভাবে বালু উত্তোলন করায় কোম্পানীগঞ্জে ১০টি বাল্কহেড জব্দ: ৯ জন আটক

নিজস্ব প্রতিবেদক |  ২৫ অক্টোবর, ২০২৫

ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় প্রশাসনের অভিযানে ১০টি বাল্কহেড নৌকা জব্দ করা হয়েছে। এসময় বালু উত্তোলনে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত ধলাই নদীর বিভিন্ন পয়েন্টে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্টে ১০টি বালু ভর্তি বাল্কহেড জব্দ এবং ৯ জনকে আটক করা হয়।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, সিলেটের কোম্পানীগঞ্জে নদী থেকে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিন মিয়া।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিন মিয়া বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। কেউ ছাড় পাবে না।

কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ জানান, জব্দ করা বাল্কহেডগুলো বর্তমানে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.