Sylhet Today 24 PRINT

মঙ্গলবার সিলেটের কয়েকটি এলাকায় টানা ৯ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক |  ২৬ অক্টোবর, ২০২৫

মঙ্গলবার সিলেট নগরের কয়েকটি এলাকায় ৯ ঘন্টা বিদ্যুৎ থাকবে না। বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরী মেরামত কাজ ও গাছের ডালপালা কাটার জন্য এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

রবিবার (২৬ অক্টোবর) সিলেটের বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১ কেভি ফিডারের আওতাধীন সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা ও এমসি কলেজ এবং এর সংলগ্ন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষনিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সাময়িক এ অসুবিধার জন্য তিনি গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগীতা চেয়েছেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.