Sylhet Today 24 PRINT

কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক |  ২৬ অক্টোবর, ২০২৫

সিলেটের সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশী এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার বিকাল ৪ টার দিকে কানাইঘাটের ডোনা সীমান্তে দিয়ে ভারতে প্রবেশের পর খাসিয়াদের ছোড়া গুলিতে তার মৃত্যু হয়। নিহত শাকিল আহমদ উপজেলার দনা এলাকার মাদারপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লে. ক. জুবায়ের আনোয়ার।

জানা যায়, রবিবার বিকাল ৪ টার দিকে কানাইঘাটের ডোনা সীমান্তে দিয়ে কয়েকজন যুবক সুপারি আনতে ভারতের সীমান্তের অভ্যন্তরে ৫০০গজ ভিতরে ঢুকে পড়েছিলেন। এসময় খাসিয়াদের ছোড়া গুলিতে সাকির আহত হলে কানাইঘাটের একটি হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.