Sylhet Today 24 PRINT

অসামাজিক কার্যকলাপের অভিযোগ: সিলেটের আরেকটি হোটেল সিলগালা

নিজস্ব প্রতিবেদক |  ২৭ অক্টোবর, ২০২৫

অসামাজিক কার্যকলাপের অভিযোগে সিলেট নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ। এরই ধারাবাহিকতায় এবার নগরীর জিন্দাবাজারে অভিযান চালিয়ে একটি হোটেল সিলগালা করেছে ডিবি পুলিশ।

নগরীর ব্যস্ততম এই পয়েন্টে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই পুরুষ ও এক নারীসহ মোট তিনজনকে আটক করে পুলিশ।

অভিযানের সময় নগরীর জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন হোটেল রাজমনি সিলগালা করা হয়।

সোমবার (২৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নগরীর জিন্দাবাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

ডিবি পুলিশ জানায়, সোমবার (২৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সিলেট মহানগরীর জিন্দাবাজারে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই পুরুষ ও এক নারীসহ মোট তিনজনকে আটক করে পুলিশ। অভিযানের সময় নগরীর জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন হোটেল রাজমনি সিলগালা করা হয়।

তাদের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশ আইন, ২০০৯-এর ৭৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৪৫৮, তারিখ ২৭/১০/২০২৫। পরে পুলিশ তিনজনকে আদালতে সোপর্দ করেছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘এমন অভিযান অনৈতিক কার্যকলাপ বন্ধে নিয়মিত চালানো হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা নগরীর শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রতিনিয়ত সচেষ্ট। কেউ সামাজিক নিয়ম অমান্য করলে আমরা সজাগ থাকব।’

এর আগে গত এক সপ্তাহে সিলেটে আরও ৪টি আবাসিক হোটেল সিলগালা করে পুলিশ। সিলগালা করা এই চারটি হোটেল হলো- সিলগালা করা হোটেলগুলো হলো- সিলেট রেস্ট হাউজ, বিলাস আবাসিক হোটেল, গ্রান্ড সাওদা হোটেল ও আল সাদী হোটেল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.