Sylhet Today 24 PRINT

বড়লেখায় ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বড়লেখা প্রতিনিধি |  ২৮ অক্টোবর, ২০২৫

ছবি: সংগৃহীত ।

মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বড়লেখা জামেয়া মাদ্রাসায় ইসলামী ছাত্রশিবির বড়লেখা উপজেলা শাখার আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শহর শাখার সভাপতি আব্দুর রহমান এবাদ এবং সঞ্চালনা করেন বড়লেখা উত্তর শাখার সভাপতি কাওছার আহমদ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক ও ফিলিপাইনের ক্রিস্টিয়ান ইউনিভার্সিটির অধ্যাপক ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা সভাপতি এম. ফরিদ উদ্দিন, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসলাম উদ্দিন, জৈন্তাপুর সরকারি কলেজের ইংরেজি প্রভাষক আশরাফুল ওয়াদুদ ওপু, ছাত্রশিবিরের জেলা মাদ্রাসা সম্পাদক হুমায়ুন কবির সাজু, বড়লেখা দক্ষিণ সভাপতি জেবুল আহমদ, পশ্চিম সভাপতি কামরান আহমদ ও সুজাউল মাদ্রাসা সভাপতি নোমান আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.