Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে কাপড় ব্যবসায়ীর গাড়িতে ডাকাতি, দুই ‘ডাকাত’ গ্রেপ্তার

নবীগঞ্জ প্রতিনিধি |  ২৯ অক্টোবর, ২০২৫

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কাপড় ব্যবসায়ীর গাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় র‌্যাব অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে। বুধবার (২৯ অক্টোবর) ভোররাতে চুনারুঘাটের নতুনব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, গত ১৮ অক্টোবর দিবাগত রাত আড়াইটার দিকে সিলেটের বিয়ানীবাজারের কাপড় ব্যবসায়ী মো. নিয়াজ উদ্দিন নরসিংদীর বাবুরহাট থেকে কাপড়, সুতা ও অন্যান্য মালামাল নিয়ে প্রাইভেটকারযোগে ফিরছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের সাতাইহাল এলাকায় পৌঁছালে লাল রঙের একটি ডিআই পিকআপ তাদের গাড়িকে চাপা দিয়ে থামিয়ে দেয়।

এসময় দেশীয় অস্ত্রধারী পাঁচজন ডাকাত দ্রুত ব্যবসায়ীর গাড়িতে হামলা চালায়। চারজন গাড়ির ভেতরে ঢুকে ব্যবসায়ী ও তার দুই সহযোগীকে বেদম মারধর করে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। এরপর প্রাণে হত্যার হুমকি দিয়ে নগদ টাকা, মোবাইল ফোন ও প্রায় ৩ লাখ ২৮ হাজার ৬০০ টাকার মালামাল লুট করে নিয়ে দক্ষিণ দিকে পালিয়ে যায় তারা।

ঘটনার পরপরই র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার ভোরে চুনারুঘাটের নতুনব্রিজ এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.