Sylhet Today 24 PRINT

বড়লেখায় জামায়াত প্রার্থী আমিনুল ইসলামের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

বড়লেখা প্রতিনিধি |  ৩০ অক্টোবর, ২০২৫

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখায় মানবতার সেবায় এক অনন্য উদ্যোগ হিসেবে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু শিবির।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলামের সার্বিক সহযোগিতায় বুধবার (২৯ অক্টোবর) উত্তর চৌমুহনী আলহেরা একাডেমিতে দিনব্যাপী এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়।

চক্ষু শিবিরটি পরিচালনা করে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল। উদ্বোধন করেন মাওলানা আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফয়ছল আহমদ, সাবেক উপজেলা আমীর এমাদুল ইসলাম, বড়লেখা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ নিয়াজ উদ্দীন, অফিস সেক্রেটারি মো. কামাল উদ্দিন, শুরা ও কর্মপরিষদ সদস্য রবিউল ইসলাম সুহেল প্রমুখ।

ডা. আব্দুল মান্নানের নেতৃত্বে একদল দক্ষ চিকিৎসক চক্ষু শিবিরে চিকিৎসা সেবা প্রদান করেন।

চিকিৎসা ক্যাম্পে ৩৫০ জন রোগীকে প্রাথমিক চক্ষু চিকিৎসা প্রদান করা হয় এবং ৪০ জনকে ছানী অপারেশনের জন্য শনাক্ত করা হয়।

স্থানীয়দের মতে, এই উদ্যোগ বড়লেখার অসহায় ও দরিদ্র জনগণের মাঝে স্বস্তির পরশ বয়ে এনেছে। মানবসেবার এমন কর্মসূচি নিয়মিত আয়োজনের আহ্বান জানান তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.