Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি |  ৩০ অক্টোবর, ২০২৫

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার পাইকুরাটি গ্রামে দুর্ঘটনা ঘটে বলে ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক জানান।

শিশুরা হল- গ্রামের আলম মিয়ার ছেলে সাকিন মিয়া (৩) এবং সাবিকুল মিয়ার মেয়ে নওশীন আক্তার (৫)।


পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকালে শিশু দুটি বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে সবার অজান্তে তারা বাড়ির সামনের ডোবায় পড়ে যায়। শিশু দুটিকে না দেখে স্বজনরা অনেক খোঁজাখুঁজি করেন।

পরে বিকাল ৪টার দিকে ডোবা থেকে প্রথমে সাকিনের এবং সন্ধ্যা ৬টায় নওশীনের লাশ উদ্ধার করা হয়।

ওসি এনামুল হক বলেন, এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.