সিলেটটুডে ডেস্ক | ০৬ নভেম্বর, ২০২৫
সিলেট-৩ আসনের বিএনপির মনোনয়ন পাওয়া যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক মনোনয়ন প্রত্যাশী অপর নেতাদের সাথে সাক্ষাত করছেন।
এর ধারাবাহিকতায় বুধবার রাতে তিনি এই আসনের মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামালের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে যান।
এসময় এম এ মালেককে স্বাগত জানিয়ে আব্দুল আহাদ খান জামাল বলেন তিনি মনোনীত হলে বিজয়ী হবার জন্য যা করতেন এখনো ধানের শীষের বিজয়ে তাই করবেন। তিনি এম এ মালেকের হাতে ধানের শীষ তুলে দিয়ে বলেন দেশ, দল, গনতন্ত্র, জিয়া পরিবার ও ধানের শীষের প্রশ্নে আমরা এক ও ঐক্যবদ্ধ।
দুই নেতার কুশল বিনিময় শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নেক হায়াত কামান করে এবং ধানের শীষের বিজয়ের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন আব্দুল আহাদ খান জামাল এর পিতা প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা আবুল লেইছ খান।