Sylhet Today 24 PRINT

নিষেধ অমান্য করে প্রার্থীর পক্ষে আনন্দ মিছিল : ৪ নেতার পদ স্থগিত করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক |  ০৯ নভেম্বর, ২০২৫

দলীয় নিষেধ অমান্য করে বিএনপির মনোনয়ন না পাওয়া বক্তির পক্ষে মিছির করায় সিলেট বিভাগে বিএনপি ও ছাত্রদলের চার নেতার পদ স্থগিত করেছে বিএনপি। পদ স্থগিত হওয়াদের মধ্যে এক ছাত্রদল নেতা রয়েছেন।

মঙ্গলবার ( ৪ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচন মৌলভীবাজার-২ আসনের বিএনপির প্রার্থী শওকতুল ইসলাম শকুকে দল থেকে প্রার্থীতা ঘোষণা করার পর পরই দলের নির্দেশনা না মেনে আনন্দ মিছিল বের করা হয়। এজন্য কুলাউড়া বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মন এবং পৌর ছাত্রদলের আহ্বয়াক আতিকুল ইসলাম আতিক এর সাংগঠনিক পদ আগামী ৩ মাসের জন্য স্থগিত করা হয়।

প্রসঙ্গত, দলের বিভেদ এড়াতে মনোনয়ন পাওয়া ব্যক্তির পক্ষে আনন্দ মিছিল করতে বিএনপির হাইকমান্ড থেকে আগেই নিষেধ করা হয়েছিলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.