Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে গাছ থেকে পড়ে গুরুতর আহত নাঈমের মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ০৯ নভেম্বর, ২০২৫

ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে সিলেটের গোলাপগঞ্জে নাঈম আহমদ (১৮) নামের এক যুবক গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

রোববার দুপুর সোয়া ১টায় সে মৃত্যুবরণ করে। সে ইয়াগুল গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।

এর আগে গত সোমবার (৩ নভেম্বর) পৌর এলাকার ৮নং ওয়ার্ডের ইয়াগুল গ্রামে গাছ থেকে পড়ে নাঈম গুরুতর আহত হয়।

জানা যায়, নাঈম আহমদ ইয়াগুল গ্রামে একটি গাছের ডাল কাটতে উঠলে হঠাৎ অসাবধানতাবশত মাটিতে পড়ে যায়। এসময় তার মাথায় ৩/৪ জায়গা আঘাত পায়। এছাড়াও একটি পা ভেঙে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে আইসিইউতে ভর্তি করেন। আজ দুপুর সোয়া ১টার দিকে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাঈমের পিতা ইউসুফ মিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.