Sylhet Today 24 PRINT

কর্মবিরতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা, বেকায়দায় শিক্ষার্থীরা

জগন্নাথপুর প্রতিনিধি |  ১০ নভেম্বর, ২০২৫

সারাদেশের মতো সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। এতে বেকায়দায় পড়েছেন শিক্ষার্থীরা।

দশম গ্রেডসহ তিন দফা দাবিতে রবিবার (৯ নভেম্বর) সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সহকারী শিক্ষকরা। ফলে বেশিরভাগ বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সোমবারও কর্মবিরতি অব্যাহত ছিলো। এতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও শিক্ষকরা ক্লাসে যাননি। অফিস কক্ষেই বসে ছিলেন তারা।

দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন সহকারী শিক্ষকরা।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি শামসুদ্দিন মাসুদ এ ঘোষণা দেন।

জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনন্ত পাল বলেন, ‘দাবি বাস্তবায়ন ও পুলিশের হামলার প্রতিবাদে আমরা রোববার থেকে সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছি’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.