Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় শিশু নিহত

জকিগঞ্জ প্রতিনিধি  |  ১১ নভেম্বর, ২০২৫

সিলেটের জকিগঞ্জে ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় রাইয়ান হোসেন (৮) নামের দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত রাইয়ান জকিগঞ্জ সদর ইউনিয়নের মুমিনপুর গ্রামের সুপারী ব্যবসায়ী আব্দুছ ছালামের ছেলে।

সোমবার দুপুর ২টার দিকে সিলেট–জকিগঞ্জ সড়কের ভরন এলাকার মুমিনপুর গেইটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শিশু রাইয়ান হঠাৎ সড়কে উঠে পড়লে দ্রুতগতির একটি ব্যাটারিচালিত টমটম তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা টমটমটি আটক করলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টমটমটি জব্দ করে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। টমটম জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.